ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি: ১৯৫ কেজি মাছ জব্ধ ও অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি: ১৯৫ কেজি মাছ জব্ধ ও অর্থদণ্ড

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে হাজীগঞ্জ বাজারে ইলিশ বিক্রি করায় ১৯৫ কেজি মাছ জব্ধ ও তিনজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৩ অক্টোবর) রাতে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

বিষযটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রিফাত জাহান বলেন, হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ এলাকায় ইলিশ মাছ বাজারে অবৈধভাবে বিক্রির সময় প্রায় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ১৩ অক্টোবর( রোববার) থেকে ০৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, মজুদ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুদ ও বিক্রয় করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এসময় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্ধ এবং তিন জনকে ৯'হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া ও থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রাতেই জব্ধ ইলিশ মাছগুলো হাজীগঞ্জে বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।

নিষেধাজ্ঞা,ইলিশ,জব্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত